লাইনচ‍্যুত নয় শতাব্দী : সমস্ত জল্পনার আপাতত অবসান

15th January 2021 11:01 pm কলকাতা
লাইনচ‍্যুত নয় শতাব্দী : সমস্ত জল্পনার আপাতত অবসান


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আপাতত দিনভর জল্পনার অবসান ১ লা মাঘের সন্ধ‍্যায় । পৌষ সংক্রান্তিতে যে জল্পনা উস্কে দিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় তা অন্তত উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপে আপাতত স্থিতিশীল । আগামীকাল দিল্লি যাচ্ছেন না । তৃণমূলেই আছেন বলে জানিয়েছেন সাংসদ শতাব্দী রায় । পৌষ সংক্রান্তিতে শতাব্দী রায় ফ‍্যান ক্লাবের ফেসবুক পেজে বীরভূমের মানুষের জন‍্য যে খোলা চিঠি লিখেছিলেন সাংসদ তাতে বর্তমান আবহে দলবদল করছেন তিনি বলে জল্পনা শুরু হয়ে গিয়েছিলো রাজনৈতিক মহলে । আগামীকাল সকাল ৭ টার তার দিল্লি যাওয়ার কথাও একপ্রকার নিশ্চিত ছিল । কিন্তু তার আগের দিনে মরিয়া চেষ্টা চালিয়ে সফল হলেন তৃণমূলের নেতৃত্ব । শতাব্দী রায়ের বাড়িতে চলে যান তৃণমূলের রাজ‍্য মুখপাত্র কুণাল ঘোষ । দীর্ঘক্ষন আলাপ আলোচনা করেন তিনি । অভিনেত্রী সাংসদের সাথে টেলিফোনে কথা বলেন বর্ষীয়ান নেতা সৌগত রায় সহ অনান‍্য কয়েকজন ।তারপরেই কুণাল ঘোষ ক্ষুব্ধ অভিনেত্রী সাংসদকে নিয়ে চলে যান অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় এর অফিসে । সেখানেও একপ্রস্থ আলোচনা হয় সামনাসামনি বসে । তারপরেই শতাব্দী রায় জানিয়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায় কে দেখে দলে এসেছি । তাঁকে ভালোবাসি । যে সমস্ত কথা বলার দরকার ছিল তা বলতে পেরেছেন । এই সময়ে সকলের ই দলের সাথে থাকার দরকার , যেহেতু সামনে ভোট । এমনটাই জানিয়েছেন সাংসদ । ফেসবুক পোষ্ট লিখে যে কথা আগামীকাল দুপুর ২ টোর সময় জানানোর কথা তার আগেই জানিয়ে দিলেন সাংসদ । অবশ‍্য সেখানে লেখা ছিল " যদি কিছু সিদ্ধান্ত নিই " সে কথা । অনেকেই মন্তব‍্য করছিলেন লাইনচ‍্যুত শতাব্দী । দল ছাড়তে চলেছেন তিনি । কিন্তু বৈঠকের পর জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূলেই থাকছেন । এর ই মাঝে তৃণমূল এর আর এক মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এর ফেসবুক পোষ্ট ঘিরে বহুজন শতাব্দীকে নিয়ে ভেবেই ফেলেছিলেন তার দল ছাড়ার কথা । কিন্তু আপাতত জল্পনার ইতি ।  





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।